ফেসবুক টু ফ্যাক্টর বন্ধ করার নিয়ম

ফেসবুক টু ফ্যাক্টর বন্ধ করার নিয়ম জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। বর্তমান আধুনিক যুগে হ্যাকারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যার কারণে আমরা নিজেদের অনেক তথ্য চুরি হওয়ার সম্ভবনা বেড়ে যাচ্ছে। আর টু ফ্যাক্টর ফেসবুকের অনেক শুক্তিশালী একটি সুরক্ষা কবজ যা ভেদ করে আপনার ফেসবুকে পারসোনাল তথ্য চুরি করা বা ফেসবুক একাউন্ট হ্যাক করা অসম্ভব। 
ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম
আর এ জন্যেই আপনাদের ফেসবুক এর নিরাপত্তার দিকে লক্ষ রেখে আপনাদের টু ফ্যাক্টর চালু রাখার নির্দেশ দিচ্ছি। তারপরও, যদি আপনাদের মনে হয় যে আমার এটি প্রয়োজন নেই বা জানার উদ্দেশ্যে শিখতে চাচ্ছি। সেক্ষেত্রে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। আজ আমি আপনাদের ফেসবুক টু ফ্যাক্টর বন্ধ করার নিয়ম শেখাবো।

ফেসবুক টু ফ্যাক্টর বন্ধ করার নিয়ম

ফেসবুক টু ফ্যাক্টর বন্ধ করার নিয়ম খুবই সহজ। ফেসবুক এর টু ফ্যাক্টর বন্ধ করতে হলে নিচের ধাপগুলো অবলম্বণ করুন।

পদ্ধতি : ০১
প্রথমে  আপনি আপনার ফেসবুক একাউন্টটি 
ফেসবুক অ্যাপে লগ-ইন করুন।
তারপর, আপনার ফেসবুক একাউন্টটির 
একদম ওপরের ডান দিকের প্রফাইলে ক্লিক করুন।
ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম

পদ্ধতি : ০২
তারপরে, Setting & Privacy  তে ক্লিক করার পর,
আবার Setting এ ক্লিক করবেন। 
ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম

পদ্ধতি : ০৩
এইবার, Password & Security তে ক্লিক করতে হবে। 
তারপর আবার ও Password & Security তে ক্লিক করতে হবে। 
ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম

পদ্ধতি : ০৪
Password & Security তে ক্লিক করার পরেই 
আপনার সামনে Two Factor Authentication 
এর Option আসবে সেটিতে ক্লিক করবেন।
ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম










পদ্ধতি : ০৫
Two Factor Authentication এ ক্লিক করার পর
আপনার সামনে আপনার ফেসবুক আইডি আসবে।
যদি আপনার একাধিক আইডি থেকে থাকে তাহলে
যেটার Two Factor Authentication অফ করতে চান
সেটাতে ক্লিক করবেন।


তারপর, আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে।
সেটা দিতে হবে, কেননা এটা যে আপনার আইডি
সেটার কনফারমেশন লাগবে।
তাই পাসওয়ার্ড দিয়ে Continue বাটনে ক্লিক করবেন।

ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম

পদ্ধতি : ০৬
এর পরে, আপনি যেই পদ্ধতিতে Two Factor Authentication 
অন করেছেন। সেইটা সিলেক্ট করবেন। 
যেহেতু আমার SMS & WhatsApp সিলেক্ট করা আছে
তাই আমি SMS & WhatsApp সিলেক্ট করেছি।
ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম


পদ্ধতি : ০৭
SMS & WhatsApp সিলেক্ট করার পর আপনার
সামনেে এই রকম SMS & WhatsApp লিখা 
ও তার পাশে অন-অফ করার বাটন আসবে।
সেটাতে ক্লিক করবেন।                                         

তারপর আবার নিচে Turn off Two Factor Authentication 
এর পেজ আসবে। সেখানে নিচে Turn Off  আর Cancel থাকবে।
ফেসবুক-টু-ফ্যাক্টর-বন্ধ-করার-নিয়ম

শেষ কথা:

যদিও Two Factor Authentication অফ করা এই পোস্টের মাধ্যমে শেখানো হলো কিন্তু তবুও আপনারা কেউ সেটা অফ রাখবেন না। এতে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই Two Factor Authentication অন রাখবেন। যদি অন করতে না জেনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url