ছেলেদের জন্য সেরা ৫ টি ফেসওয়াশ
ছেলের জন্য সেরা ৫ টি ফেসওয়াস
ছেলের জন্য সেরা ৫ টি ফেসওয়াশ যা চেহারা ফ্রেশ রাখতে সাহায্য করে এর পাশাপাশি ত্বক সুস্থ রাখতেও সাহায্য করে থাকে। আমরা অনেকেই মনেকরে থাকি যে ফেসওয়াশ শুধু মেয়েরা ব্যবহার করবে ছেলেদের জন্য না। কিন্তু এটা একদমই না, আসলে লক্ষ করলে দেখা যায় যে মেয়েদের চাইতে ছেলেদের ফেসওয়াশ ব্যবহার করা খুবই জরুরী।
কেননা, তারা দিনের অধিকাংশ সময়ই বাড়ির বাহিরে কাজে থাকে যেখানে তাদের চেহারায় অনেক ধুলাবালি পড়ে। যা সাধারণ পানি দিয়ে ধুলে যায় না। বিশেষ করে এই জন্যই তাদের চেহারায় অনেক দাগ, বরু, ফুট হয়ে থাকে। এগুলো এড়াতে হলে তাদের অবশ্যই ফেসওয়াশ ব্যবহার করতে হবে।
ছেলেদের জন্য ফেসওয়াশ কেন গুরুত্বপূর্ণ
সচারচর আমরা ভেবে থাকি যে মেয়েদের জন্য ফেসওয়াশ কিন্তু এ ধারণা ভুল। ফেসওয়াশ সবার ত্বকের যত্নের জন্য জরুরি। আমরা ছেলেরা সবসময় বাড়ির বাহিরে থাকার কারণে চেহারায় অনেক ধুলাবালি পড়ে যার জন্যে চেহারা অনেক রুক্ষ সুক্ষ হয়ে যায় এবং চেহারায় অনেক কালো কালো দাগ দেখা য়ায়। এবং এর পাশাপাশি অনেক ব্রণও বের হয়। যা দূর করতে ফেসওয়াশ ব্যবহার করা জরুরী। শেষকথায়, ত্বকের যত্নের জন্য ছেলের ফেসওয়াশ ব্যবহার করা অনেক জরুরী। তো চলুন, ছেলেদের জন্য সেরা ৫ টি ফেসওয়াশ সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফেসওয়াশ বেছে নেওয়ার সময় যে বিষয়গুলো লক্ষ রাখতে হবে
ফেসওয়াশ শুধু বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করলেই আপনার ত্বকের সমস্যা সমাধান হবে না বা ত্বক সুস্থ থাকবে না বরং আরো খারাপ হয়ে যেতে পারে। আরো বেশি পরিমানে ব্রণ বের হতে পারে। ত্বকের তেল ময়লা পরিষ্কার নাও হতে পারে। তো ভাবছেন যে কিভাবে ফেসওয়াশ কিনবেন কী দেখে কিনবেন তাইতো। আমি থাকতে চিন্তা কিসের, চলুন দেখে নেওয়া যাক কোন কোন জিনিস দেখে একটা ফেসওয়াশ কিনবেন?
১. ত্বক : সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আপনার ত্বক কেমন? আপনার ত্বক তেলতেলে না শুষ্ক না অনেক সফ্ট বা নরম এগুলো জানার পর আপনার ত্বক অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করেত হবে।
২. উপাদান : তারপর দেখতে হবে ফেসওয়াশের উপাদান যেটা ত্বকের জন্য ভালো। যেমন: স্যালিসিলিক অ্যাসিড যা ব্রণের জন্য কাজ করবে, অ্যালোভেরা যা হাইড্রেশনের জন্য) কাজ করে এবং চা গাছের তেল যা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাবের জন্য ব্যবহৃত হবে।৩. ক্ষতিকর উপাদান বর্জন করুন : ছেলেদের জন্য সেরা ৫ টি ফেসওয়াশ সম্পর্কে জানার আগে জানতে হবে। এমন কিছু ক্ষতিকর উপাদান সম্পর্কে যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর যেমন: সালফেট, প্যারাবিন এবং কৃত্রিম সুগন্ধি আছে এমন সব উপাদান বর্জন করতে হবে।
বিভিন্ন ত্বকের জন্য বিভিন্ন ফেসওয়াশ
১. তেলতেলে ত্বকের জন্য : আপনার যদি তেলতেলে ত্বক হয় তাহলে এই Aroma Magic Neem and Tea Tree Face Wash ফেসওয়াশ টি ব্যবহার করেত পারেন। এটি তেলতেলে ত্বকের সাথে সাথে ব্রণের বিরুদ্ধেও কাজ করে থাকে। এর দাম লিঙ্কে ক্লিক করলেই ওয়েবসাইটেই পেয়ে যাবেন।
২. শুষ্ক ত্বকের জন্য : শুষ্ক ত্বকের জন্য আপনি মইশারাইজার সমৃদ্ধ ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। যেমন: অ্যালোভেরা জেল বা গ্লিসারিন অথবা হায়ালুরোনিক এসিড সমৃদ্ধ ফেসওয়াশ ব্যবহার করেত পারেন। Neutrogena Hydra Boost Water Gel এটি ব্যবহার করতে পারেন। আপনার শুষ্ক ত্বককে হাইড্রেট করতে সাহায্য করবে।
৩. ব্রণযুক্ত ত্বকের জন্য : আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণ থেকে থাকে তাহলে আপনি Cera Ve Acne Control Cleanser ব্যবহার করতে পারেন। যা খুবই ভালো মানের একটি প্রডাক্ট।
৪. সফ্ট বা নরম ত্বকের জন্য : আপনার ত্বক যদি অনেক সফ্ট বা নরম হয়ে থাকে তাহেলে অঅপনি Cetaphil gentle skin cleanser ব্যবহার করতে পারেন।
৫. সব ত্বকের জন্য : সব ধরণের ত্বকের জন্য Mamaearth vitamin C face wash ব্যবহার করতে পারেন। যা তেলতেলে ত্বক, ব্রণ সমৃদ্ধ ত্বক , শুষ্ক ত্বক ও স্ফট ও নরম ত্বকের জন্য ভালো হবে।
শেষ কথা
ভালো ফেসওয়াশ পছন্দ করার মাধ্যমে ছেলেদের ত্বকের অনেক পরিবর্তন আসতে পারে। তবে এর জন্যে অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করতে হবে। তাহলে, খুব সুন্দর ক্লিয়ার ত্বক আপনারা পাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url