২০২৫ সালের সেরা ব্রাউজার গুলো
ব্রাউজার কী
ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে ওয়েবপেজ দেখতে পারে এবং ওয়েবপেজে থাকা তথ্যগুলো পড়তে পারে, এবং এর পাশাপাশি বিভিন্ন
ধরণের তথ্য অনুসন্ধান করতে পারে। এটি টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাতি প্রদর্শন করে। পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগল ক্রম, ব্রেভ, মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ ইত্যাদি।
ব্রাউজার দিয়ে কী কী করা যায়
- ব্রাউজার দিয়ে কোনো কিছু সার্চ করে খুজে বের করা যায়।
- ব্রাউজার দিয়ে ছবি, অডিও, ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
- ব্রাউজার দিয়ে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ম্যাসেন্জার, টুইটার, ইনস্টাগ্রাম চালাতে পারবেন।
- ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে অনেক কিছু পাবলিশ/ ছাড়তে করতে পারবেন।
- ব্রাউজার দিয়ে অনলাইনে পরীক্ষা দেওয়া যায়।
- ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ধরণের ডকুমেন্ট বা ফাইল ডাউনলোড করা যায়।
- ব্রাউজারের মাদ্যমে অনলাইনে শপিং করতে পারবেন ও পেমেন্টও করতে পারবেন।
এক কথায়, ইন্টারনেটের যাবতীয় কাজ করতে আপনাকে ব্রাউজার ব্যবহার করতে হবে।
২০২৫ সালের সেরা কিছু ব্রাউজার আপনাদের সামনে উপস্থিত করা হলো
১. Google Chrome
বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারের তালিকায় Google Chrome এর স্থান প্রথম।
Google Chrome হচ্ছে Google কোম্পানির তৈরি ব্রাউজার যার
প্রতিষ্ঠা Sundar Pichai ।
Google Chrome এর ব্যবহার
- Google Chrome হচ্ছে Google এর নিজেদের তৈরি ওয়েব ব্রাউজার। যা বর্তমানে সব মোবাইল ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে।
- Google Chrome ব্রাউজার অন্যান্য ব্রাউজারের তুলায় অনেকটা সংরক্ষিত। কারণ, এটি Google নিজে অপারেট করে। আর Google বর্তমান বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত ও বড় কোম্পানি।
- Google Chrome এর মাধ্যমে সব ধরণের ওয়েবসাইট দেখতে পারবেন।
- Google Chrome এর মাধ্যমে অনলাইনে বা ওয়েবসাইটেও বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা যায়।
2. Brave Browser
জনপ্রিয় ব্রাউজারের তালিকায় Brave Browser অন্যতম। এর iOS, Android ও Windows
Version ও আছে।
Brave Browser এর ব্যবহার
- Brave Browser এর মাধ্যমে বিনা বিজ্ঞাপনে ওয়েবসাইট ভিজিট করা যায়।
- Brave Browser তুলনামুলক দ্রুত কাজ করে। কেননা, এখানে কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।
- Brave Browser এর মাধ্যমে ব্রাউজিং করে ইনকাম করা যায়।
3.Mozila Firefox
মজিলা কোম্পানি ফায়ারফক্স ব্রাউজারটি তৈরি করেছে যার অ্যান্ড্রয়েড অ্যাপস,
আইওএস অ্যাপস ও উইনডোস অ্যাপসও আছে।
Mozila Firefox এর ব্যবহার
- Mozila Firefox হলো একটি ওপেন সোর্স ওয়েব ব্রাউজার।
- তবে Mozila Firefox এ আপনি গুগলের মতো বিজ্ঞাপন দেখাতে পারবেন না। বা টাকা ইনকামও করতে পারবেন না।
- তবে, Mozila Firefox এর সিকিউরিটি সিস্টেম অনেক ভালো এর মাধ্যমে আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারেন খুব সহজেই।
4. Uc Browser
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত Uc Browser বহুল প্রচলিত ছিল। কিন্তু, বর্তমানে
বিভিন্ন ধরণের ব্রাউজার গুলো তাদের পরিচিতি বৃদ্ধি করায় Uc Browser এর
পরিচিতি অনেকাংশে কমে গেছে।
- দ্রুত ডাউনলোডের ক্ষেত্রে Uc Browser তাদের সার্ভার দ্রুত ও স্থিতাবস্থা বজায় রাখে। যার জন্যে আপনি কোনো ফাইল Uc Browser থেকে খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন।
- Cricket Card Feature Uc Browser এ ক্রিকেট ফ্যানদের জন্য বিশেষ ফিচার রয়েছে।
- Uc Browser এ আপনি সব ধরণের মুভি বা ওয়েবসিরিজ দেখতে পারবেন।
5. Opera Mini
২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত button Phone Opera Mini অনেক পরিমানে
ব্যবহৃত হয়েছে। তখন Opera Mini অনেক জনপ্রিয় ছিলো। বর্তমানে এর জনপ্রিয় দিন
দিন হারাচ্ছে।
Opera Mini এর ব্যবহার
- Opera Mini এর মাধ্যমে দ্রুত ব্রাউজ করা যায়।
- Opera Mini ডাটা সেভ করে অনেক।
- Opera Mini তে এড ব্লক করা যায়।
6. Safari Apps
Apple কোম্পানির নিজস্ব Apps। Safari Apps এর কোনো ব্রাউজার নেই। আর এটা
একমাত্র আইফোন ইউজাররাই ব্যবহার করতে পারে। কোনো অ্যান্ড্রয়েড ইউজার এই
Safari Apps ব্যবহার করতে পারবে না।
Safari Apps এর ব্যবহার
- Safari Apps এর সিকিউরিটি অনেক । একে হ্যাক করা অনেক কঠিন।
- অ্যাপল সিকিউরিটির জন্য সারা বিশ্বে অনেক বিখ্যাত। কারণ, তার যে কোনো ডিভাইসের সিকিউরিটি অন্যান্য ব্রাউজার বা অ্যাপস থেকে অনেক মজবুত।
- পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপল ফোন অনেক বেশি সিকিউর।
Safari Apps শুধু মাত্র আইফোন ইউজাররাই App Store থেকে Download করতে
পারে।
7. Microsoft Edge
Microsoft Edge মাইক্রোসফট কোম্পানির নিজস্ব ব্রাউজার। যেটা প্রতিটা Windows
ল্যাপটপ বা কম্পিউটারে আগে থেকেই দেওয়া থাকে।
Microsoft Edge এর ব্যবহার
- Microsoft Edge একটি Ai ভিত্তিক ওয়েব ব্রাউজার।
- এর মাধ্যমে খুব সহজেই আপনার পছন্দের জিনিস খুজে পাওয়া যায়।
- আপনি যেটা বার বার দেখেবেন। পরবর্তীতে আপনাকে সেগুলোই দেখাবে।
8. Puffin Browser
Puffin Browser যার জনপ্রিয়তা খুব কম বললেই চলে । তবে আমি যা বলতে যাচ্ছি তা
শুনলে হয়তো কিছুটা জনপ্রিয়তা বেড়ে যাবে।
Puffin Browser এর ব্যবহার
- Puffin Browser এর লোডিং স্পিড খুব বেশি । বিশ্বাস না হলে আপনি ব্যবহার করে দেখতে পারেন।
- Puffin Browser দিয়ে সব রকমের ওয়েব সাইটে প্রবেশ করা যায়। যেগুলো আমাদের দেশ থেকে চালানো যায়না সেগুলোও Puffin Browser দিয়ে চালানো যায়।
- কোটা আন্দোলনের সময় যখন নেট ছিলো কিন্তু ফেসবুক চলছিল না তখন আমি Puffin Browser দিয়ে খুব ভালোভাবে চালিয়েছি।
9. DuckDuckGo
DuckDuckGo একটি জনপ্রিয় ব্রাউজার যা অনেকেই ব্যবহার করে থাকে। যা আমেরিকার
একটি কোম্পানি যারা অনলাইনে প্রাইভেসি নিয়ে কাজ করে থাকে।
DuckDuckGo এর ব্যবহার
- DuckDuckGo ব্রাউজারে আপনার কোন ব্রাউজিং History সেভ হয় না।
- DuckDuckGo ব্রাউজার দিয়েও আপনি গুগল এর মতো সবকিছু সার্চ দিয়ে দেখতে পারবেন।
- DuckDuckGo ব্রাউজার অন্যদের হস্তক্ষেপ থেকে রক্ষা করে থাকে।
10. Tor Browser
Tor Browser একটি Cyber Security সম্পর্কিত ব্রাউজার। যা দিয়ে সব খারাপ কাজ
হয়ে থাকে । অর্থাৎ হ্যাকাররা এটা ব্যবহার করে থাকে।
Tor Browser এর ব্যবহার
- Tor Browser এর সিকিউরিটি অনেক শক্ত যা ভেদ করা কঠিন।
- Tor Browser এর সিকিউরিটি অনেক শক্ত হওয়ায় হ্যাকাররা এই ব্রাউজার ব্যবহার করে থাকে।
- Tor Browser এটি দিয়ে নিজের পরিচিতি লুকিয়ে কাজ করা যায়। কেউ খুজে পাবে না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url